ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের বাঁচা মরার ম্যাচে কলকাতার বিপক্ষে মাঠে নামবে প্রীতির জিনতার পাঞ্জাব। ম্যাচে হারলে প্লে অফ থেকে ছিটকে পড়ার শঙ্কা রয়েছে দুই দলেরই। তাই এমন ম্যাচে একাদশ সাজানো নিয়ে কোন রকম ভুল করতে নারাজ পাঞ্জাব।
আজকের ম্যাচে তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছে প্রীতির দলটি। আর এই ম্যাচে তাদের একাদশ হতে পারে..
১. গেইল
২. রাহুল
৩. মায়নাক আগারওয়াল
৪. নিকোলাস পুরান
৫. ডেভিড মিলার
৬. মান্দিপ সিং
৭. রবিচন্দ্র অশ্বিন
৮. এম অশ্বিন
৯. অঙ্কিত রাজপুত
১০. আর্শদিপ সিং
১১. মোহাম্মদ সামি