বাংলাদেশের বিশ্বকাপ দলে ছিলনা তাসকিন আহমেদ। ছিলনা ত্রিদেশীয় সিরিজেও। কিন্তু শেষ মুহুর্তে কোচের অনুরোধে কপাল খুলেছে তার। জায়গা পেয়েছেন ত্রিদেশীয় সিরিজে।
সেই সিরিজে অংশ নিতেই তাসকিন আহমেদ এখন অবস্থান করছেন আয়ারল্যান্ডে। আর সেখানেই ক্রিকইনফোকে দিয়েছেন এক সাক্ষাৎকার।
সেখানে তাসকিন আহমেদ বলেন, “আয়ারল্যান্ডে পারফর্ম করা অনেক চাপের। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ভালো করার। আমি চেষ্টা করব চাপকে দূরে রাখার। আমি মনে করি যদি আমি সঠিক কাজটি করতে পারি তাহলে অবশ্যই সবকিছু্ ভালো হবে।”
নিজের প্রত্যাশা সম্পর্কে তাসকিন বলেন, “আমার প্রত্যাশা হল ভালো করা। আমি ভালো করতে চাই।”