বাংলাদেশের বিশ্বকাপ দলে ছিলনা তাসকিন আহমেদ। ছিলনা ত্রিদেশীয় সিরিজেও। কিন্তু শেষ মুহুর্তে কোচের অনুরোধে কপাল খুলেছে তার। জায়গা পেয়েছেন ত্রিদেশীয় সিরিজে।
সেই সিরিজে অংশ নিতেই তাসকিন আহমেদ এখন অবস্থান করছেন আয়ারল্যান্ডে। আর সেখানেই ক্রিকইনফোকে দিয়েছেন এক সাক্ষাৎকার।
তাসকিন আহমেদ বাংলাদেশের সবচেয়ে গতিশীল বোলার। আর এই গতির ধারাবাহিকতা তিনি ধরে রাখতে চান। তবে দীর্ধদিন পর জাতীয় দলে ফেরাটাও কঠিনই মনে করছেন এই তারকা।
তাসকিন বলেন, “আমি পূর্বে যেমন বোলিং করেছি তেমন ভাবেই বোলিং করতে পছন্দ করি। দীর্ঘদিন ম্যাচ না খেলে জাতীয় দলে আসাটা বড় চ্যালেঞ্জ। ক্রিকেটে যখন আপনি জায়গা হারাবেন তখন আপনার পজিশনে হয়তো কেউ আসবে এবং ভালো করবে। সুতরাং কামব্যাক করা সব সময় কঠিন।”