পিঠের ইনজুরির কারণে আইপিএল শেষ হয়ে গেছে প্রোটিয়া পেসার কাগিয়াসো রাবাদার। আর এই্ ইনজুরির কারণে তার বিশ্বকাপ খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। যার কারণে যতদ্রুত সম্ভব তাকে দেশে ফিরে যেতে আদেশ করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার রাবাদা। তার দল দিল্লির অন্যতম ভরসা সে। কিন্তু শেষ মুহুর্তে এসে দলকে প্লে অফ নিশ্চিত করিয়ে বিদায় নিতে হল তাকে ইনজুরির কারণে।
দিল্লির সর্বশেষ ম্যাচে খেলেনি রাবাদা। তার আগের ম্যাচেই পিঠে অস্বস্তি বোধ করেছিলেন রাবাদা। এরপর পিঠের স্ক্যান করে সেই রিপোর্ট পাঠানো হয় দক্ষিণ আফ্রিকা বোর্ডের কাছে। এই রিপোর্ট দেখেই তাকে দ্রুত দেশে ফেরার আদেশ দেয় দেশটির ক্রিকেট বোর্ড।
যাওয়ার সময় রাবাদা বলেন, টুর্নামেন্টের এই অবস্থায় দিল্লিকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। কিন্তু বিশ্বকাপের আর মাত্র একমাস বাকি থাকায় সিদ্ধান্তটি নিতেই হচ্ছে। দিল্লির হয়ে মাঠ এবং মাঠের বাইরে অসাধারণ সময় কাটিয়েছি। আমি বিশ্বাস করি আমাদের দল এবার শিরোপা জিততে পারবে।