ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের সাথে মিলে ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য বাংলাদেশ দল এখন আছে আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডের মাটিতেই হবে এই ত্রিদেশীয় সিরিজের আসর।
তিন দলের এই টুর্নামেন্ট শুরু হবে ৫ তারিখ। আর এই সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৩:৪৫ মিনিটে।
বাংলাদেশ সময় বিকালে হলেও স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে হবে সবগুলো ম্যাচ। যার কারণে সবগুলো ম্যাচই হচ্ছে দিনের বেলাতেই।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
৫ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লন্টার্ফ
৭ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
৯ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহাইড
১১ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহাইড
১৩ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহাইড
১৫ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
১৭ মে: ফাইনাল, মালাহাইড