বহুল প্রতিক্ষিত তারকা জোফরা আর্চারের অবশেষে ইংলিশদের হয়ে অভিষেক হল। আর আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে ১টি উইকেট নিয়েছেন তিনি।
আইরিশ তারকা মার্ক রিচার্ড আদিরকে সরাসরি বোল্ড করে আউট করেছেন আর্চার। তিনি ৩০ বলে করেন ৩২ রান। আয়ারল্যান্ডের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রানও এটাই।
সর্বোচ্চ রান করেন পল স্টার্লিং। তিনি করেন ৩৩ রান। ২৯ রান করেন বালবিরনি। ডকরেল করেন ২৪ রান। বাকি তারকাদের ব্যর্থতায় ৪৫ ওভারের ম্যাচে ৪৩.১ ওভারেই অল আউট হয় আইরিশরা। সংগ্রহ করে ১৯৮ রান।
ম্যাচে ইংলিশদের হয়ে প্লাঙ্কেট চারটি এবং টম কুরান ৩টি উইকেট নেন।