নিজেদের মাটিতে ম্যাচ। আর সেখানেই কিনা হারের পথে দাড়িয়ে আছে ইংলিশরা। তাও আবার আয়ারল্যান্ডের মত দলের বিপক্ষে।
দুই দলের মধ্যকার একমাত্র ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ১৯৯ রানের টার্গেটে ব্যাটিং করতে নেম এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২৭ ওভারে ৬ উইকেটে ১০১ রান।
ওপেনার জেমস ভিনসে ১৮, ডেভিড মালান ২৪ রান করে আউট হয়েছেন। জো রুট আউট হয়েছেন ৭ রান করে। মরগ্যান তো রানের খাতাই খুলতে পারেনি। জো ডেনলি ৮, ডেভিড উইলি আউট হয়েছেন ২০ রান করে।
ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উপর দিয়ে টর্নেডো চালাচ্ছেন আয়ারল্যান্ডের বোলার জুসুয়া লিটল। ৫ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন তিনি।