ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আআজকের একমাত্র ম্যাচে মাঠে নেমেছিল কলকাতা ও পাঞ্জাব। ম্যাচে পাঞ্জাবকে ৭ উইকেটে হারিয়ে কলকাতা।
প্রথমে ২০ ওভারে ৮৩ রান করে পাহ্জাব। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান আসে স্যাম কুরানের ব্যাট থেকে। ৪৮ রান করেন নিকোলাস পুরান।
জবাব দিতে দুই ওপেনার ক্রিস লিন ও শুভম্যান গিলই ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেন। ২ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে গেছে তারা। শুভম্যান গিল ৬৫ ও দিনেশ কার্তিক ২১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ক্রিস লিন ২২ বলে ৬৮, আরেন্দ্রে রাসেল ১৪ বলে ২৪ রান করেছেন।