ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র ওয়ানডে ম্যাচে জিতেছে ইংল্যান্ড। আয়ারল্যান্ডকে তারা হারিয়েছে ৪ উইকেটে।
জয়ের দিক থেকে জয়টি স্বাস্থ্যকর দেখা গেলেও এই ম্যাচে জয় পেতে বেশ কষ্ট করতে হয়েছে ইংলিশদের।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওভার কমে দাড়ায় ৪৩ ওভারে। ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান করে আইরিশরা।
জবাব দিতে নেমে ১০১ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ইংলিশরা। সেখান থেকে অনবদ্য জুটি গড়ে ইংলিশদের ম্যাচ জেতান বেন ফোকস ও টম কুরান। ফোকস ৬১ এবং কুরান ৪৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে ফেরেন।