ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে গ্রুপ পর্বে শেষ লড়াইয়ে মাঠে নামছে রাজস্থান রয়্যালস। আজ এই ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
দিল্লি ক্যাপিটালসের শেষ চার নিশ্চিত হয়ে গেছে আগেই। তবে তারা এখন আছে পয়েন্ট তালিকার তিনে। দুইয়ে উঠার জন্য তাদের আজকে জিততেই হবে। যেহেতু এক এবং দুইয়ে থাকলে দলগুলো বাড়তি সুবিধা পায় তাই আজকে জয়ের জন্য মরিয়া দিল্লি।
অন্যদিকে রাজস্থানের পয়েন্ট ১৩ ম্যাচে ১১। আজকে জিতলে তারা উঠে আসবে পয়েন্ট তালিকার চারে। হারলেই বাদ। চারে উঠে আসলেও পরের দুটি দলের ম্যাচের ফলাফল যেতে হবে তাদের অনুকূলে। তাহলেই কেবল শেষ চারে যাওয়া সম্ভব।