ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ই্ন্ডিজ। তবে এই দুই দলের ম্যাচ থাকলেও আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাবের মাঠে নামবে মাশরাফিরা। ফলে একই দিনে অনুষ্ঠিত হচ্ছে দুটি ম্যাচ। এরমধ্যে বাংলাদেশেরটি প্রস্তুতি ম্যাচ।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪:৪৫ মিনিটে। বাংলাদেশ এক পাশে প্রস্তুতি ম্যাচ খেললেও অন্যদিকে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।
এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দলকে নেতৃত্ব দিবেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা হ্যারি টেক্টর।
ম্যাচে আইরিশদের দল: হ্যারি টেক্টর (অধিনায়ক), মার্ক এডেইর, জেমস ক্যামেরন-ডো, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকাটে, ট্রাইওন কেন, নেইল রক, জেমস শ্যানন, সিমি সিংহ, জ্যাক টেক্টর ও ক্রেইগ ইয়াং।