বিদায় তো অনেকটা নিশ্চিতই ছিল আইপিএলের প্রথম ভাগে। কিন্তু শেষ দিকে হঠাৎই ঘা ঝাড়া দিয়ে উঠে লড়াই করার চেষ্টা করে রাজস্থান। কিন্তু সেটাও আর টিক মত করতে পারলোনা। ফলাফল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হল তাদের।
টিকে থাকার ম্যাচে আজ দিল্লির কাছে পাঁচ উইকেটে হেরে টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে আইপিএল থেকে ছিটকে পড়েছে তারা।
এদিন প্রথমে ব্যাটিং করতে নেম ২০ ওভারে মাত্র ১১৫ রান করে রাজস্থান। দলের পক্ষে রায়ান পারাগ ৪৯ বলে ৫০ রান করেছেন। বাকিদের মধ্যে লিবিংস্টন ১৪ ও গোপাল ১২ রান করে দুই অংকের ঘরে পৌছান। আর কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌছতে পারেনি।
দিল্লির অমিত মিশ্র ও ইশান্ত শর্মা ৩টি করে এবং ট্রেন্ট বোল্ট ২টি উইকেট লাভ করেছেন।
জবাব দিতে নেমে রিশাব পান্টের ৩৮ বলে অপরাজিত ৫৩ রানের উপর ভর করে ম্যাচ জিতে নেয় দিল্লি। ১৬.১ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছায় দলটি।