কিছুই হারানোর নেই আরসিবির। তবে অনেক কিছু হারানোর আছে সানরাইজার্সের। এই্ ম্যাচে জিতলে কিছুই পাবেনা আরসিবি। তবে অনেক কিছুই পেতে পারে সানরাইজার্স।
তবে এমন ম্যাচেই সানরাইজার্সের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে আরসিবি। হেটমায়ের, কলিন ডে গ্রান্দেগোমকে নেয়া হয়েছে এই ম্যাচে। যেন যাওয়ার সময় একটাকে নিয়ে যাই এমনই মনোভাব আরসিবির।
সানরাইজার্সের একাদশ: ঋদ্ধিমান শাহা, গাপটিল, মানিশ পান্ডে, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, মোহাম্মদ নবি, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, বাসিল থাম্পি।
আরসিবির একাদশ: পার্থিব প্যাটেল, কোহলি, ভিলিয়ার্স, হেটমায়ের, গুরকিরাট সিং, গ্রান্দেহোম, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদব, নবদিপ সানি, কেজরিওয়াল, যুবেন্দ্র চাহাল।