বিশ্বকাপ নিকটেই। আর এই বিশ্বকাপে প্রোটিয়ারা তাদের পেস বোলিং বিভাগে বেশ জোর দিয়েছে। দলের সেরা পেসারদের নিয়েই ইংল্যান্ডে যাচ্ছিল তারা।
কিন্তু সেই বিশ্বকাপ শুরুর আগেই এখন শঙ্কায় দক্ষিণ আফ্রিকা। তাদের দলের সেরা চারজন পেসার যাদের নিয়ে এত পরিকল্পনা তারাই এখন পড়ে আছেন ইনজুরিতে।
আরসিবির হয়ে মাঝপথে খেলার জন্য যোগ দিয়ে ইনজুরিতে পড়ে আইপিএল ছেড়েছেন আগেই ডেল স্টেইন। বিশ্বকাপের আগে পরিপূর্ন ফিট হওয়া নিয়েও আছে শঙ্কা।
কিছুদিন আগে ইনজুরিতে পড়েন অন্যতম সেরা পেসার রাবাদা। পিঠের ইনজুরিতে পড়ে তিনিও এখন নিজ দেশে ফিরে গেছেন। বিশ্বকাপ খেলা নিয়ে তারও রয়েছে শঙ্কা।
স্টেইন রাবাদাকে ছাড়া লুনঙ্গি এনগিদি ও অ্যানরিচ নর্টজে আছেন প্রোটিয়া স্কোয়াডে। এই দুই তারকাও আছেন ইনজুরিতে।