বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে এবার আইপিএল খেলার অনুমতি দেয়নি। কারণ একটাই। তাকে যেন বিশ্বকাপে পরিপূর্ন ফিট পাওয়া যায়। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও তাকে বিশ্রাম দিয়ে ম্যাচ খেলানোর কথা ভাবছে বিসিবি। কারণ ওই একটাই। বিশ্বকাপের সময় যেন পূর্ন মুস্তাফিজকে পাওয়া যায়।
বিসিবির মত এতটা চিন্তা করেনি প্রোটিয়া ক্রিকেট বোর্ড। আর সেটার কুফলই যেন এখন ভোগ করছে তারা।
পেসাররা একটু ইনজুরি প্রবন হয়। তাই তাদের যথেষ্ট সতর্কই থাকতে হয় এবং তাদের নিয়ে বোর্ডেও সতর্ক থাকা লাগে। সেটা না করাতেই এখন দক্ষিণ আফ্রিকা আছে বিপদে।
আইপিএলে তাদের দুই পেসার ডেল স্টেইন এবং রাবাদা পড়েছেন ইনজুরিতে। দুজনেই বিশ্বকাপ খেলা নিয়ে আছে শঙ্কায়। যদিওবা খেলে, সেটাও কতটা ফিট থাকতে পারবে সেটা নিয়েই শঙ্কা।
ইনজুরিতে আছেন আরও দুই সেরা পেসার নর্টজে ও এনগিদি। তাই এখন বেশ ভালোই বিপদে আছে প্রোটিয়ারা।