ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আই্পিএলে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করে ১৭৫ রান করেছে সানরাইজার্স। এখন খেলার বিরতি। বিরতির পর ব্যাটিংয়ে নামবে আরসিবি।
বাঁচা মরার এই ম্যাচে জয় প্রয়োজন সানরাইজার্সের। টুর্নামেন্টের প্লে অফে খেলতে হলে জয়ের বিকল্প নেই।
এমন ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তুলেন কেন উইলিয়ামসন। ৪৩ বলে ৭০ রান করেন এই কিউই তারকা।
উইলিয়ামসন ছাড়া বিজয় শঙ্কর ১৮ বলে ২৭, গাপটিল ২৩ বলে ও ঋদ্ধিমান শাহা ১১ বলে করেন ২০ রান।