ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকার লড়াইয়ে আজ বড় এক হোঁচট খেয়েছে টটেনহাম। বোর্নমাউথের কাছে তারা হেরেছে ১-০ গোলে।
শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের জন্য সবগুলো ম্যাচই জেতা গুরুত্বপূর্ন ছিল টটেনহামের জন্য। তার মাঝে আজকে ৩৭তম ম্যাচে এসে হেরে গেল তারা।
ম্যাচের একেবারেই শেষ মুহুর্তে গোলটি হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম।
তবে এই ম্যাচে হারের সাথে সাথে আরেকটি মারাত্মক দুঃসংবাদ ছিল টটেনহামের জন্য। ম্যাচের ৪৩ মিনিটে সন এবং ৪৮ মিনিটে জুয়ান ফয়েথ লাল কারড্ দেখে মাঠ ছাড়লে ৯ জনের দলে পরিণত হয়েছিল টটেনহাম।