বাঁচা মরার ম্যাচে হেরে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকে তারা মহাগুরুত্বপূর্ন ম্যাচে আরসিবির কাছে চার উইকেটে হেরেছে।
প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১৭৫ রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন কেন উইলিয়ামসন। এছাড়া গাপটিল ৩০, বিজয় শঙ্কর ২৭ রান করেন।
জবাব দিতে নেমে হেটমায়ের এবং গুরকিরাতের ব্যাটিং ঝড়েই ম্যাচ জিতে যায় আরসিবি। হেটমায়ের ৪৭ বলে ৭৫ এবং গুরকিরাত ৪৮ বলে ৬৫ রান করেন।