শেষ চারে যেতে হলে আজকের ম্যাচটি জিতলেই হত। জিতলেই সানরাইজার্স প্রায় নিশ্চিত করে ফেলত শেষ চার। কেননা, পরের ম্যাচে কলকাতা জিতলেও রান রেটের ব্যবধান টপকাতে পারতো না।
কিন্তু এমন ম্যাচে জয় তো পেলই না, উল্টো হেরে গেল তারা। আর এই হারে সানরাইজার্সের ভাগ্য এখন সুতোয় ঝুলে গেছে।
এখন আর তাদের ভাগ্য তাদের হাতে নেই। এখন তার ভাগ্য নির্ভর করছে অন্যের ম্যাচের উপর। আর সেই অন্য দলটি হল কলকাতা নাইট রাইডার্স।
যদি কলকাতা তাদের শেষ ম্যাচে হেরে যায় তাহলেই শেষ চারে যাবে সানরাইজার্স। কিন্তু যদি কলকাতা জিতে বা অন্তত ম্যাচটি পরিত্যাক্তও হয়ে যায়, তাহলেও শেষ চারে যাবে কলকাতা নাইট রাইডার্সই।