আগামী ৩০ মে শুরু হতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করার জন্য ১৬ জনকে নির্বাচিত করেছিল আইসিসি। পরে এখান থেকে ভারতের এক আম্পায়ার বাদ হলে তালিকা হয় ১৫ সদস্যের। কিন্তু এরমধ্যে নেই কোন বাংলাদেশি আম্পায়ার। কিন্তু কেন?
বরাবরই আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে উপেক্ষিত বাংলাদেশি আম্পায়াররা। কিন্তু কেন এই উপেক্ষিত থাকা? জবাবটা দিলেন বিসিবির আম্পায়ার্স কমিটির ইনচার্জ অভি আব্দুল্লাহ আল নোমান।
তিনি বলেন, আইসিসির এলিট প্যানেল এবং ইমার্জিং প্যানেলে থাকা আম্পায়াররা আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকে। বাংলাদেশের কোন আম্পায়ারই এলিট প্যানেল বা ইমার্জিং প্যানেলে নেই। তাই বাংলাদেশের কোন আম্পায়ার সুযোগ পায় না।
আইসিসির এলিট প্যানেলে আম্পায়ার আছে ১২ জন যা গত ৫ বছরেও পরিবর্তন হয়নি। আর ইমার্জিং প্যানেল গঠিত ৬ সদস্য নিয়ে। ইমার্জিং প্যানেল থেকে ভালো করলে এলিট প্যানেলে জায়গা পায়। কিন্তু এই দুই জায়গাতেই বাংলাদেশের কেউ না থাকায় উপেক্ষিত রয়েছে বাংলাদেশের আম্পায়াররা।