ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জস বাটলারকে আউট করে বেশ সমালোচিত হয়েছিলেন অশ্বিন। মানকাড আউট করে বাটলারকে আউট করার কারণে পুরো ক্রিকেট বিশ্বেই সমালোচনা হয়েছিল।
এবার সেই সমালোচনার জালে ঢুকে গেলেন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া ইংলিশ তারকা বেন ফোকস।
একমাত্র ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে জিতে ইংল্যান্ড। তবে ঘটনাটি ঘটে আয়ারল্যান্ডের ব্যাটিংয়ের সময় ২৫তম ওভারে। ব্যাটিংয়ে তখন বালবিরনি।
ওভারের তৃতীয় বলটি ওয়াইড করেন জো ডেনলি। বলটি গ্লাভস বন্দি করেন ফোকস। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এরপর তিনি অপেক্ষা করেন ব্যাটসম্যানের উইকেট ছেড়ে বেড়িয়ে যাওয়ার জন্য। যখনই ক্রিজ থেকে পা শূণ্যে উঠে আইরিশ তারকা বালবিরনির তখনই স্ট্যাম্প ভাঙে ন ফোকস।
এরপর শুরু হয় বিতর্ক। অনেকেই সমালোচনা করেন ফোকসের। তবে কেউ কেউ চাতুর্যতার জন্য ফোকসের প্রশংসাও করেন।
ম্যাচ শেষে এটা নিয়ে রসিকতা করে আইরিশ অধিনায়ক বলেন, এটাকে আপনি দারুণ উইকেট কিপিং বলতে পারেন। ব্যাটসম্যান কখন ভারসাম্য হারাবে সে অপেক্ষায় ছিলেন তিনি। এজন্য তিন-চার সেকেন্ড অপেক্ষা করতে হয়েছে তাকে। তবে সবসময় যদি উইকেকিপাররা ব্যাটসম্যানের ভারসাম্য হারানোর অপেক্ষায় থাকে তাহলে তো ১৫ ঘন্টার ক্রিকেট ম্যাচ খেলতে হবে।