শুরু হয়েছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আসর। আসরের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
তবে এই ম্যাচকে ছাপিয়ে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মনে জেগে আছে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের খবর। কেননা, আজ বিকাল ৪:৪৫ মিনিটেই আরেকটি ম্যাচে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।
এই ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।
এই ম্যাচে আয়ারল্যান্ডের একাদশ: হ্যারি টেক্টর (অধিনায়ক), মার্ক এডেইর, জেমস ক্যামেরন-ডো, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকাটে, ট্রাইওন কেন, নেইল রক, জেমস শ্যানন, সিমি সিংহ, জ্যাক টেক্টর ও ক্রেইগ ইয়াং।