শুরু হয়েছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আসর। আসরের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
তবে এই ম্যাচকে ছাপিয়ে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মনে জেগে আছে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের খবর। কেননা, আজ বিকাল ৪:৪৫ মিনিটেই আরেকটি ম্যাচে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।
এই ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। আর বোলিংয়ে দারুণ করছে টাইগাররা।
ম্যাচে ১০ ওভার খেলা শেষ হয়েছে। ১০ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৫৬ রান।
তাসকিন ৫ ওভারে ২৮ রান দিয়েছে। তবে কোন উইকে পায়নি। অন্যদিকে রুবেল ৫ ওভারে ২৬ রান দিয়ে একটি উইকেট লাভ করেন।