মুল সিরিজ শুরুর আগে আজ আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আর এই ম্যাচে বাংলাদেশের বোলারদের পরীক্ষা নিচ্ছে স্বাগতিকরা।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড আধিনায়ক। আর ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশের বোলারদের উপর ত্রাস ছড়ায় স্বাগতিকরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৩৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৪ রান। ম্যাককুলাম ১০২ করে আউট হয়েছেন। সিমি সিং ৫৮ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের পক্ষে রুবেল ২টি ও সাকিব ১টি উইকেট লাভ করেন।