আয়ারল্যান্ড, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে তিন জাতি সিরিজের প্রথম দিনে আজ মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড ও ওয়েষ্ট ইন্ডিজ। এই ম্যাচে আয়ারল্যান্ডকে জয়ের জন্য পাহাড় পরিমান রানের টার্গেট দিয়েছে ক্যারিবিয়রা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডের বোলারদের নিয়ে ছেলে খেলা করতে থাকে দুই ক্যারিবিয়ান ওপেনার সাই হোপ এবং ক্যাম্পেবল। দুজনে মিলে ব্যাটিং ঝড় তুলে ৩৬৫ রানের উদ্বোধনী জুটি গড়েন। জন ক্যাম্পেবল ১৩৭ বলে ১৭৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হলে ভাঙে এই জুটি। ইনিংসে ১৫টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি।
ক্যাম্পেবলের বিদায়ের পরপরই ফিরে যান আরেক ওপেনার সাই হোপ। ১৫২ বলে তিনি করেন ১৭০ রান। ইনিংসে ২২টি চার ও ২টি ছক্কা মারেন হোপ। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৩৮১ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা। জিততে হলে ৩৮২ রান করতে হবে আইরিশদের।