ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে চেন্নাই সুপার কিংসকে উড়িয়ে দিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। তবে এই উড়িয়ে দেয়ার ম্যাচের শেষেও খালি হাতেই বিদায় নিতে হয়েছে তাদের।
আইপিএলে আজকের প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭০ রান করে চেন্নাই সুপার কিংস। দলের প্লেসিস ৫৫ বলে ৯৬ রান করেন। এছাড়া রায়না ৩৮ বলে করেন ৫৫ রান।
জবাব দিতে নেমে লুকেশ রাহুলের ঝড়ো ব্যাটিংয়ে ২ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় পাঞ্জাব। রাহুল ৩৬ বলে ৭১ রান করেন।
এছাড়া গেইল ২৮, নিকোলাস পুরান ৩৬ রান করে জয়ে অবধান রাখেন।
এই জয়ের পর পয়েন্ট তালিকায় উন্নতি হলেও রান রেটে পিছিয়ে ৬ নম্বরে অবস্থান করছে তারা। ম্যাচ আর বাকি না থাকায় তাদের বিদায় নিশ্চিত হল এখানেই।