এক পাশে চলছে আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। অন্য পাশে প্রস্তুতি ম্যাচ চলছে আয়ারল্যান্ড এ দল এবং বাংলাদেশের মধ্যে। সেই ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে আয়ারল্যান্ড।
এই ম্যাচে বাংলাদেশি বোলারদের বেশ ভালো পরীক্ষা নিয়েছে আয়ারল্যান্ড এ দলের ক্রিকেটাররা। বাংলাদেশের বোলারদের শ্বাসন করে ৫০ ওভারে ৩০৭ রান করেছে আয়ারল্যান্ড।
বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন তাসকিন আহেমদ। দুটি উইকেট নিয়েছেন রুবেল হোসেন। সাকিব, মিরাজ ও ফরহাদ রেজা একটি করে উইকেট নিয়েছেন।