পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে জয়ের জন্য ১৭৪ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে পাকিস্তান।
ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শুরুতেই ফখর জামান ও ইমাম উল হককে হারায় তারা। এরপর বাবর আজম ও হ্যারিস সোহেল ম্যাচের লাগাম নিজেদের হাতে নেন। এই দুই তারকার ১০৩ রানের জুটিতে ম্যাচে ফেরে পাকিস্তান।
সোহেল ৩৬ বলে ৫০ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এরপর আউট হয়ে যান বাবর আজমও। তিনি আউট হন ৪২ বলে ৬৫ রান করে।
বাকিদের ছোট ছোট প্রচেষ্টায় ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৭৩ রান করে পাকিস্তান।