বাংলাদেশ এবং আয়ারল্যান্ড এ দলের মধ্যকার একমাত্র প্রস্তুতি ম্যাচে এখন ব্যাটিং করছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬১ রান।
দারুণ শুরুর পর প্রথমে আউট হন তামিম ইকবাল। ৩৩ বলে ২১ রান করে সরাসরি বোল্ড হয়ে ফিরে গেছেন তিনি।
তামিমের বিদায়ের পর বিদায় নেন লিটন দাসও। ৩৯ বলে ২৬ রান করে আউট হয়েছেন তিনি।
এখন ব্যাটিং করছেন মুশফিক ও সাকিব আল হাসান।
এর আগে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৩০৭ রান সংগ্রহ করেছিল আয়ারল্যান্ড। তাই জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩০৮ রান।
বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের মুল ম্যাচ হবে আগামী ৭ তারিখ।