ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে বেশ দুর্দান্ত গতিতেই পথ চলছিল কলকাতা নাইট রাইডার্স। এই টুর্নামেন্টে টানা ম্যাচ জিতে হঠাৎই তারা হারিয়ে যায়। টানা ৬টি ম্যাচে হারে তারা। এরপর আবারও জয়ের ধারা ফিরে।
কিন্তু মাঝ খানে হারতে হারতে কঠিন করে ফেলে প্লে অফের সমীকরণ। সেটাও গতকাল সানরাইজার্সের হারের কল্যানে সহজ হয়ে যায় তাদের জন্য। জিততেই হবে, কথা একটাই। আর এমন ম্যাচেই কিনা টুর্নামেন্টের অন্যতম বাজে ব্যাটিং করল তারা।
আজ মুম্বাই বিপক্ষে গুরুত্বপূর্ন এই ম্যাচে মাত্র ১৩৩ রান করে তারা প্রথমে ব্যাটিং করে। দলের পক্ষে ক্রিস লিন ২৯ বলে ৪১ এবং উথাপ্পা ৪৭ বলে ৪০ রান করেন। শেষ দিকে নিতিস রানা ১৩ বলে করেন ২৬ রান। এছাড়া আর কেউই রান করতে পারেনি।