ত্রিদেশীয় সিরিজের মুল ম্যাচে নামার আগে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে আজকে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আর এই্ ম্যাচে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা।
শুরুটা দারুণ করেছিল লিটন দাস ও তামিম ইকবাল। দুজনে মিলে অর্ধশতকের জুটি গড়েন।
তবে তামিম ইকবাল ব্যক্তিগত ২১ রান করে ফিরে গেলে ভাঙে এই্ জুটি। তামিমের পর ব্যক্তিগত ২৬ রান করে ফিরে যান লিটন দাসও।
এই দুই তারকার পর ব্যাটিংয়ে হাল ধরেন মুশফিক ও সাকিব। তবে ব্যর্থ হন মুশফিক। তিনি ২৯ বলে মাত্র ১১ রান করে আউট হন।
এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩ উই্কেটে ৮২ রান। সাকিব ১২ ও মিঠুন ০ রানে অপরাজিত আছেন।