বাংলাদেশ এবং আয়ারল্যান্ড এ দলের মধ্যকার একমাত্র প্রস্তুতি ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশের পেসাররা।
বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে পেসারদের ভালো করতে হবে এমনটাই জানে সবাই। কিন্তু আয়ারল্যান্ডের এই অনভিজ্ঞ দলের বিপক্ষেই বাংলাদেশের পেসারদের অবস্থা দেখে যে কেউ আতকে উঠতে পারে।
বাংলাদেশের প্রধান দুই পেসার মুস্তাফিজ এবং মাশরাফি বোলিং করেনি এই ম্যাচে। তবে তাসকিন, রুবেল এবং ফরহাদ রেজার ইকোনোমি রেট ছিল ৬ এর উপরে।
রুবেল ৯ ওভারে ৬৩ রান দিয়ে দুটি উইকেট পেয়েছে। তাসকিন ১০ ওভারে ৬৬ রান দিয়ে উইকেট পেয়েছে তিনটি। ফরহাদ রেজা ১০ ওভারে ৬৬ রান দিয়ে উইকেট পেয়েছে একটি।
কৃপ্টে বোলিং করেছে সাকিব আল হাসান। ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়েছেন তিনি। ৬ ওভারে ৪৪ রান দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৫ ওভারে ৩৫ রান দিয়েছে সাব্বির রহমান।