ত্রিদেশীয় সিরিজের মুল ম্যাচে নামার আগে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে আজকে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আর এই্ ম্যাচে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। ১১২ রান করতেই হারিয়েছে চারটি উইকেট। ওভার শেষ ২৪টি।
এরই মধ্যে হারিয়েছে চারটি উইকেট। আউট হয়েছেন তামিম ইকবাল, লিটন দাস, মুশফিক ও মিঠুন।
তামিম আউট হয়েছে দলীয় ৫৬ রানের মাথায় ব্যক্তিগত ২১ রান করে। একই রানে লিটন দাসও বিদায় নেন ২৬ রান করে। এরপর সাকিব ও মুশফিক লড়াইয়ের আভাস দিলেও মুমফিকের বিদায়ে ভাঙে সেই প্রতিরোধ।
মুশফিক আউট হন মাত্র ১১ রান করেই। মুশফিকের বিদায়ের ব্যাটিংয়ে নেমে ১৩ রান করেই আউট হন মিঠুন। এখন ব্যাটিংয়ে আছেন সাকিব ও রিয়াদ। সাকিব ২১ ও রিয়াদ ৮ রানে ব্যাটিং করছেন।