পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচে ৭ উইকেটে জিতেছে ইংলিশরা।
এদিন ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাবর আজম ও হ্যারিস সোহেলের ব্যাটে ভর করে ২০ ওভারে ১৭৩ রান করে পাকিস্তান। বাবর আজম ৪২ বলে ৬৫ ও সোহেল ৩৬ বলে করেন ৫০ রান।
শেষ দিকে ইমাদ ওয়াসিমের ১৩ বলে ১৮ ও ফাহিম আশরাফের ১০ বলে ১৭ রানে ভর করে ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৭২ রান করে পাকিস্তান।
জবাব দিতে নেমে ২১ রানেই ওপেনার ডাকেটকে হারায় ইংল্যান্ড। কিন্তু এরপর ম্যাচ ধরেন ভিনসে ও জো রুট। দুজনে মিলে রানকে নিয়ে যানন ৬৬তে। ভিনসে ৩৬ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
এরপর রুটের সাথে যোগ দেন মরগ্যান। দুজনে মিলে রানকে নিয়ে যান ১৩১ এ। রুট ৪৭ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
তবে আউট হননি মরগ্যান। ২৯ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। সাথে জো ডেনলি ১২ বলে ২০ রান করে সাহায্য করে ইংলিশদের জয়ে।