ত্রিদেশীয় সিরিজের আগে আজকে একটি গা গরম করার ম্যাচে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। আর এই্ ম্যাচেই এখন হারের চোখ রাঙ্গানি দিচ্ছে টাইগারদের।
ম্যাচে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৬ রান। আউট হয়ে গেছেন স্বীকৃত সব ব্যাটসম্যানই।
তামিম আউট হয়েছে দলীয় ৫৬ রানের মাথায় ব্যক্তিগত ২১ রান করে। একই রানে লিটন দাসও বিদায় নেন ২৬ রান করে। এরপর সাকিব ও মুশফিক লড়াইয়ের আভাস দিলেও মুমফিকের বিদায়ে ভাঙে সেই প্রতিরোধ।
মুশফিক আউট হন মাত্র ১১ রান করেই। মুশফিকের বিদায়ের ব্যাটিংয়ে নেমে ১৩ রান করেই আউট হন মিঠুন।
এদের বিদায়ের পর সাকিব কিছুটা লড়াই করে। টি-টুয়েন্টি স্টাইলে ব্যাটিং করা সাকিব ৫৪ রান করে আউট হয়ে যায়। সাকিবের পর সাব্বির মাত্র ১ রান করেই আউট হয়। কেবল মাত্র রিয়াদ ১৮ রানে অপরাজিত আছেন।