মহা শক্তিশালী ঘূর্ণিঝড় ফনি উড়িয়ে দিয়েছে অনেক ঘর বাড়ি ও গাছ পালা। আর এদের সাথে সাথে এবার যেন কলকাতা নাইট রাইডার্সের স্বপ্নটাও উড়িয়ে নিল তারা। বিদায় হয়ে গেল কলকাতার।
সমীকরণ ছিল সহজ। প্লে অফে খেলতে চাইলে আজকের ম্যাচে জিততেই হবে মুম্বাইর বিপক্ষে। কিন্তু এই ম্যাচেই এসে সবাই ব্যর্থ হল এক যোগে।
পুরো আইপিএল জুড়ে ব্যাটিং তান্ডব চালানো রাসেল আজকে আউট হলেন মুখোমুখি হওয়া প্রথম বলেই। রবিন উথাপ্পে খেলল ৪৭ বলে ৪০ রানের টেষ্ট ইনিংস। ক্রিস লিনের ২৯ বলে ৪১ রানের ইনিংস ও নিতিস রানার ১৩ বলে ২৬ রানের ইনিংস ছাড়া আর কেউ দুই অংকের ঘরেই পৌছতে পারেনি। সব মিলিয়ে ২০ ওভারে কলকাতা করে মাত্র ১৩৩ রান।
এই রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে মুম্বাই। ডি কক ২৩ বলে ৩০ রান করে আউট হলেও ৪৮ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন রোহিত। সাথে ২৭ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন সুর্যকুমার যাদব।