চুড়ান্ত ব্যাটিং ব্যর্থতা যাকে বলে সেটারই প্রমান দিল বাংলাদেশ। আইরিশ এ দলের বিপক্ষেই উইকেট টিকিয়ে রাখতে হিমশিম খেল বাংলাদেশের ব্যাটসম্যানরা।
এরই মধ্যে বিদায় হয়েছে বাংলাদেশের সাত ব্যাটসম্যানের। রান করেছে মাত্র ১৮২ রান। এখনো জয়ের জন্য পাড়ি দিতে হবে বহু দূরের পথ যা আদৌ সম্ভব বলে মনে হচ্ছে না।
বাংলাদেশের হয়ে কেবল মাত্র সাকিব আল হাসানই যা কিছু রানের দেখা পেয়েছেন। ৫৪ রান করেছেন তিনি। বাকিরা সবাই ছিল ব্যর্থ।
এখন উইকেটে আছেন ডিপিএলে আলো ছড়ানো ফরহাদ রেজা এবং মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ ৩১ ও রেজা ৭ রানে অপরাজিত আছেন।