ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে আজকে এক প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। আর এই্ ম্যাচে ৮৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা।
এদিন প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৭ রান করে আয়ারল্যান্ড এ দল। বাংলাদেশের পক্ষে তাসকিন ৩টি ও রুবেল ২টি উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে মাত্র ২১৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। একমাত্র সাকিব আল হাসানই করেন ৫৪ রান। বাকিরা সবাই ছিল যাওয়ার আসার মিছিলে। আর সেই মিছিলের সমাপ্তি হয় ৮৮ রানের হার দিয়ে।