ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের গ্রুপ পর্ব শেষ হয়েছে। আর গ্রুপ পর্ব শেষে চারটি দলের প্লে অফে খেলা নিশ্চিত হয়েছে।
এরা হল মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংম, দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ।
এরমধ্যে মুম্বাই টেবিলে ১ নম্বরে এবং চেন্নাই দুই নম্বরে থাকায় তারা দুজনে খেলবে কোয়ালিফায়ার ম্যাচ। যে জিতবে সে ফাইনালে চলে যাবে।
সানরাইজার্স ও দিল্লি খেলবে এলিমিনেটর ম্যাচ। যে জিতবে সে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়ার দলের বিপক্ষে মুখোমুখি হবে। এখানে যে জিতবে সে খেলবে ফাইনাল।
ম্যাচের সূচি…
কোয়ালিফায়ার ১: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস- ৭ মে- রাত ৮টা।
এলিমিনেটর: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস- ৮ মে- রাত ৮টা।
কোয়ালিফিয়ার ২: প্রথম ম্যাচের হেরে যাওয়া দল বনাম দ্বিতীয় ম্যাচের জয়ী দল- ১০ মে- রাত ৮টা।
ফাইনাল ম্যাচ: কোয়ালিফায়ার এক বিজয়ী এবং কোয়ালিফায়ার দুই বিজয়ী।