ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে গ্রুপ পর্ব শেষ হয়েছে। আর গ্রুপ পর্ব শেষে রান সংগ্রহের দিক দিয়ে সবার থেকে এগিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের তারকা ডেভিড ওয়ার্নার।
এবারের আইপিএলে ১২টি ম্যাচ খেলে নিজ দেশে চলে যাওয়ার ওয়ার্নারের রান ৬৯২। তার কাছাকাছি থাকা তারকারাও নিয়েছে গ্রুপ পর্ব থেকেই বিদায়। তাই এবার তাকে টপকে যাওয়া আর কারোই সম্ভব হচ্ছে না।
দুই নম্বরে আছে বাদ পড়া দল পাঞ্জাবের লুকেশ রাহুল। ৫৯৩ রান করেছেন তিনি। তিনে আছে কলকাতার আন্দ্রে রাসেল। ৫১০ রান তার।
চারে আছে মুম্বাই তারকা কুইন্টন ডি কক। তার রান ৪৯২। পাঁচে আছে বাদ পড়া পাঞ্জাবের গেইল। ৪৯০ রান তার।
দিল্লির ওপেনার ধাওয়ানের রান ৪৮৬। ৪৬৪ রান নিয়ে সাতে আছে কোহলি। ৪৪৫ রান নিয়ে আটে আছে সানরাইজার্সের তারকা জনি বেয়ারস্টো। ৪৪২ রান নিয়ে ৯ ও ১০ এ আছে ভিলিয়ার্স ও শ্রেয়াস আয়ার।