ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের গ্রুপ পর্ব শেষ হয়েছে। আর এই গ্রুপ পর্ব শেষে ছক্কা মারার তালিকায় সবার উপরে আছে ক্যারিবিয়ান ব্যাটিং দানব আন্দ্রে রাসেল। এই মৌসুমে ৫২টি ছক্কা মেরেছেন তিনি।
তালিকায় দুই নম্বরে আছে আরেক দানব ক্রিস গেইল। তিনি ছক্কা মেরেছেন ৩৪টি। তিনে আছেন হার্ডিক পান্ডেয়া। মুম্বাই তারকার ছক্কা ২৮টি। শীর্ষ তিনের মধ্যে কেবল মুম্বাই ইন্ডিয়ান্সের হার্ডিক পান্ডেয়া এখনো টুর্নামেন্টে টিকে আছে। বাকি দুজন নিয়েছে বিদায়।
এছাড়া তালিকার চারে আছে ভিলিয়ার্স। বিদায় নেয়া আরসিবি তারকার ছক্কা ২৬টি। ২৫টি ছক্কা মেরেছেন বিদায় নেয়া আরেক দল পাঞ্জাবের তারকা রাহুল।
তালিকার ছয় ও সাতে আছে বাদ পড়া দল কলকাতার দুই তারকাক্রিস লিন ও নিতিশ রানা। লিনের ছক্কা ২২টি এবং রানার ছক্কা ২১টি।
এরপরই তালিকার আটে আছেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স তারকার ছক্কা ২১টি। নয় নম্বরে থাকা ডি ককের ছক্কাও ২১টি। ১০ নম্বরে থাকা রিশাব পান্টের ছক্কাও সমান ২১টি।