বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেটাও অনেক দিন আগেই। আর সেই স্কোয়াডে চাইলেই পরিবর্তন করা যাবে এবং সেটাও আইসিসির অনুমতি ছাড়াই। তবে সেটা করতে হবে ২৩ মে এর আগে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছিল, যদি আয়ারল্যান্ড সফরে কেউ ভালো করে এবং স্কোয়াডে থাকা কেউ খারাপ করে তাহলে ভালো করা খেলোয়াড়ের সুযোগ থাকবে।
কিন্তু এবার জানা গেল অন্য কথা। আয়ারল্যান্ড সিরিজে স্কোয়াডের বাইরে থাকা খেলোয়াড় যতই ভালো করুক তারা বিশ্বকাপ স্কোয়াডে আসবেনা। বিসিবি’র ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান সাফ জানিয়ে দিয়েছেন, সেরা তারকাদের নিয়েই দল গঠন করা হয়েছে। যদি মুল স্কোয়াডের কেউ ইনজুরিতে না পড়ে তাহলে অন্য কারো সুযোগ পাওয়ার কোন সম্ভাবনা নেই।