ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে এই যাত্রা পথে বিদেশি তারকাদের মধ্যে ওয়ার্নার, বেয়ারস্টো, রশিদ খান ও উইলিয়ামসনই বেশি ম্যাচ খেলেছে।
তিনটি ম্যাচ খেলেছে সাকিব আল হাসান। সাকিব, ওয়ার্নার, বেয়ারস্টোর বিদায়ের পর ম্যাচ খেলেছে নবি ও গাপটিলরা।
তবে বিদেশি সকল ক্রিকেটার থাকার সময়ে গাপটিল খুব এটা সুযোগ পায়নি। এছাড়াও সব মিলিয়ে চারজন ক্রিকেটারকে আগামী মৌসুমে ছেড়ে দিতে পারে সানরাইজার্স।
১. মার্টিন গাপটিল
২. সাকিব আল হাসান
৩. ইউসুফ পাঠান
৪. শাহবাজ নাদিম