ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে দারুণ সুযোগ ছিল কলকাতা নাইট রাইডার্সের সামনে। শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জিতলেই তারা শেষ চারে উঠে যেত। কিন্তু এমন ম্যাচে তারা উল্টো হেরে যায়।
এই টুর্নামেন্টে কলকাতার বেশ কয়েকজন তারকা দলকে হতাশ করেছে। তাদের আগামী মৌসুমে কলকাতা আর নাও রাখতে পারে। এমই পাঁচ জন তারকা হলেন..
১. রবিন উথাপ্পা
২. লুক ফার্গুসন
৩. প্রসিদ্ধ কৃষ্ণা
৪. পিয়ুস চাওলা
৫. কার্লোস ব্রেথওয়েট