ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের শেষ চার নিশ্চিত করেছে চারটি দল। এরা হল- চেন্নাই সুপার কিংস, মুম্বাই্ ইন্ডিয়ান্স, সানরাইজার্স ও দিল্লি।
এই দল গুলোর বাইরে বাদ পড়েছে আরও চারটি দল। আরসিবি, রাজস্থান, কলকাতা ও পাঞ্জাব। বাদ পড়া এই চার দলের মধ্য থেকে সেরা একাদশ তৈরি করেছে স্পোর্টস প্রতিদিন। সেই একাদশে জায়গা পেল যারা দেখুন..
১. লুকেশ রাহুল
২. ক্রিস গেইল
৩. বিরাট কোহলি
৪. ভিলিয়ার্স
৫. নিতিস রানা
৬. আন্দ্রে রাসেল
৭. অশ্বিন
৮. শ্রেয়াস গোপাল
৯. যুবেন্দ্র চাহাল
১০. মোহাম্মদ সামি
১১. জোফরা আর্চার