আগামী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ডে। ৩০ মে থেকে শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। আর এই আসরে ওয়েস্ট ইন্ডিজের সহকারী অধিনায়ক থাকবেন ক্রিস গেইল।
২০১০ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন সর্বশেষ। তারপর অনেক ঘটনার মধ্য দিয়ে যাওয়া গেইল এবার বিশ্বকাপে থাকবেন সহ অধিনায়কের ভূমিকায়।
এর আগে যখন ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা করা হয়েছিল তখন কেবল অধিনায়কের নাম ঘোষিত হয়েছিল। আর অধিনায়ক হিসেবে জেশন হোল্ডারের নাম ঘোষণা করেছিল দলটি।