আলিম দার। এই নামটি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে গেথে থাকবে অনেক দিন। যতটা না তার আম্পায়ারিংয়ের জন্য, তার চেয়েও বেশি বাংলাদেশের বিপক্ষে সিদ্ধান্ত দেয়ার জন্য।
এই আলিম দারই আবার আজকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে থাকবেন আম্পায়ার। আর এই ম্যাচের মধ্য দিয়ে ডাবল সেঞ্চুরিতে পা দিতে যাচ্ছেন খেলোয়াড়ি জীবনে কখনো হাফসেঞ্চুরি না করা আলিম দার।
আজকের ম্যাচে মাঠে নামলেই ওয়ানডে ক্রিকেটে ২০০তম ম্যাচ পরিচালনা করার মাইলফলক স্পর্শ করবেন তিনি। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছেন কেবল দুজন আম্পায়ার। বিলি বাউডেন ও রুডি কোয়ের্তজেন।
বিলি বাউডেন অবশ্য ২০০ পূর্ন করেই অবসরে চলে গেছেন। কোয়ের্তজেন দাঁড়িয়ে আছেন ২০৯ এ।