আগামী ৩০ মে শুরু হতে যাচ্ছে ২০১৯ বিশ্বকাপের আসর। এবারের আসর অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে। আর সেই আসরের ফাইনালে বাংলাদেশ ও ইংল্যান্ডকে চান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটাট ডিকসন।
বেশি দিনের কথা নয়, খুব সম্প্রতিই বাংলাদেশে ইংল্যান্ডের দূত হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। তারপর থেকেই বাংলাদেশে তার সময় কাটছে বেশ। তাই নিজ দেশ ইংল্যান্ড এবং বাংলাদেশকে বিশ্বকাপের ফাইনালে দেখতে চান তিনি।
তিনি বলেন, আমি খুবই রোমাঞ্চিত। বিশ্বকাপের ১০ দলের মধ্যে বাংলাদেশও আছে। ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ সাফল্য পেয়েছে। আমি আশা করি এবার ফাইনালে বাংলাদেশ এবং ইংল্যান্ড খেলবে।
তবে বাংলাদেশকে ফাইনালে চাইলেও শিরোপা চান নিজ দেশের হাতেই। তিনি বলেন, আমি চাইব ইংল্যান্ড যেন বিশ্বকাপ জিতে। যদি ইংল্যান্ড বিশ্বকাপ জিততে না পারে তাহলে যেন বাংলাদেশ জিতে।