শেষ ওভারে প্রয়োজন ১৪ রান। হাতে আছে এক উইকেট। এমন ম্যাচেই ৩ বল বাকি থাকতেই জয় তুলে নিল ব্যাটিংয়ে থাকা দলটি। এমনই এক শ্বাস রুদ্ধকর ম্যাচ দেখা গেছে গতকাল ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডে কাপে। ম্যাচে নটিংহ্যামশায়ার ১ উইকেটে হারিয়েছে নর্দাম্পটনশায়ারকে।
ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে নর্দাম্পটনশায়ার এর ব্যাটসম্যানরা। কোন ব্যাটসম্যানই সেঞ্চুরি করতে পারেনি। তবে অর্ধশতক করেছে চারজন।
সর্বোচ্চ ৭৪ রান করেন রিকার্দো ভাস্কোসেলস। ৭১ রান করেন রব কিওথ। এছাড়া জস কুব ৬৩ ও আলেক্স ওয়াকিলি করেন ৫৩ রান।
এই রান তাড়া করতে নেমে ১১৬ রানেই পাঁচ উইকেট হারায় নটিংহ্যামশায়ার। এরপর সেখান থেকে ঘুড়ে দাড়ায় সামিত প্যাটেল ও টম মুরেসের ব্যাটে। দুজনে মিলে ১১১ রানের জুটি বাধেন। দলীয় ২২৭ রানের মাথায় ব্যক্তিগত ৬৯ রান করে মুরেস আউট হলে ভাঙে এই জুটি।
এরপর নিচের দিকের ব্যাটসম্যানদের নিয়ে একাই লড়াই করতে থাকেন সামিত প্যাটেল। শেষ পর্যন্ত তার ১২৪ বলে অপরাজিত ১৩৬ রানে ভর করে ম্যাচে ১ উইকেটের জয় পায় দলটি।