রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে চরম উত্তেজনাপূর্ন এক ম্যাচে ডার্বিশায়ারকে হারিয়েছে ওরচেষ্টাশায়ার। ম্যাচে ৩৫১ রান করেও হেরেছে ডার্বিশায়ার।
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে কাপে রীতিমত রান বন্যার ম্যাচ হচ্ছে এবার। গতরাতে তিনটি ম্যাচ হয়েছে। তিনটি ম্যাচেই স্কোর ছাড়িয়েছে ৩০০। তবে একটি ম্যাচে ৩৫১ রান করেও জিততে পারেনি ডার্বিশায়ার।
এই ম্যাচেই অস্ট্রেলিয়ান তারকা রিকি ওয়েসেলস এক ঝড়ো ইনিংস খেলেন ওরচেষ্টাশায়ারের হয়ে। ম্যাচে ওপেনিংয়ে নেমে মাত্র ৬২ বলে ১৩০ রান করেন এই তারকা। ইনিংসে ১১টি ছক্কা ও ১০টি চার মারেন তিনি।
রিকি ওয়েসেলসের এমন ঝড়ো ব্যাটিংয়ে জয় পেয়েছে তার দলও। নির্ধারিত ৫০ ওভারের ১০ বল বাকি থাকতেই ম্যাচে জয় নিশ্চিত করে তার দল।